রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ১০:৫৫ পূর্বাহ্ন
পাবনায় জঙ্গিবাদের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন
শহর প্রতিনিধি : সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতিবাদে মানববন্ধন করেছে পাবনায় কর্মরত গণমাধ্যমকর্মীরা। পাবনা প্রেসক্লাবের উদ্যোগে রোববার সকাল সাড়ে ১১টায় শহরের আব্দুল হামিদ রোডে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ, প্রবীণ সাংবাদিক দৈনিক জোড়বাংলা’র সম্পাদক আব্দুল মতীন খান, পাবনা প্রেসক্লাবের সহসভাপতি কামাল আহমেদ সিদ্দিকী, সহসভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারন সম্পাদক আখিনুর ইসলাম রেমন, বিশিষ্ট কলামিষ্ট এবাদত আলী প্রমুখ। বক্তারা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ চিরতরে উপড়ে ফেলতে বিভিন্ন পেশাজীবি, কর্মজীবি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভাবে ভূমিকা রাখার আহবান জানান।
মানববন্ধনে পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক এবিএম ফজলুর রহমান, সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মুরশাদ সুবহানী, বীরমুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বাংলাদেশ সাংবাদিক সমিতি, পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক জিকে সাদী, দফতর সম্পাদক এসএম আলাউদ্দিন, দৈনিক সিনসা নির্বাহী সম্পাদক কবি আমিনুর রহমান খান, সময় টিভি এবং বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি এসএ আসাদ প্রমুখ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
© All rights reserved 2020 ® newspabna.com