শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১, ০৮:২০ অপরাহ্ন
পাবনায় জঙ্গিবাদ প্রতিরোধে আইডিইবি’র শপথ গ্রহণ
শহর প্রতিনিধি: ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) পাবনা জেলা শাখা সন্ত্রাস-জঙ্গিবাদ ও স্বাধীনতাবিরোধি অপশক্তির প্রতিরোধে মানববন্ধন ও শপথ গ্রহণ করেছে।
বৃহস্পতিবার (০৪ আগষ্ট) দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও শপথ গ্রহণ কর্মসূচিতে আইডিইবি পাবনা জেলা শাখা সভাপতি প্রকৌশলী আব্দুল লতিফ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম খোকনের পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, আইডিইবি’র সহ-সভাপতি দ্বীপক কুমার সরকার, আহম্মেদ আলী, সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল্লাহ আল কাফি খান, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মোমেন নান্নু,
ডিপ্লোমা কৃষিবিদ পাবনা জেলা শাখার সভাপতি নুরুজ্জামান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান শিখন, আইডিইবি সমাজকল্যাণ সম্পাদক আশরাফুজ্জামান, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক প্রকৌশলী সাহেব আলী, বিশিষ্ট সমাজ কর্মী আতিকুর রহমান মোগল, সাবেক ছাত্রলীগ নেতা প্রকৌশলী এসএম আরিফুল ইসলাম, পলিটেকনিক শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা জয়, সাধারণ সম্পাদক রাশেদ হোসেন প্রমুখ।
বক্তারা উন্নত ও সমৃদ্ধশালী দেশ গড়ার লক্ষ্যে স্বাধীনতা চেতনায় সকলকে উদ্ভুদ্ধ হয়ে সন্ত্রাস-জঙ্গিবাদ ও স্বাধীনতা বিরোধি অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। মানববন্ধনে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সোনার বাংলা গড়ে তোলার লক্ষে সকলকে সন্ত্রাস-জঙ্গিবাদ ও স্বাধীনতা বিরোধি অপশক্তিকে সমূলে বিনাশ করার শপথ গ্রহণ করেন।
© All rights reserved 2020 ® newspabna.com