মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন
পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
শনিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ধোপাদহ ইউনিয়নের নাড়িয়াগদাই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মেলাইপুর গ্রামের সাকাতের ছেলে মুন্নাফ (৪২) ও কাশিয়াবাড়ী গ্রামের শামসুল মোল্লার ছেলে নাসির (৪০)। তারা একই এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, মুন্নাফ পারগোপালপু গ্রামের সাচ্চুর নিকট থেকে নাড়িয়াগদাই বাজারের জায়গা ক্রয় করে।
আদালতে রায় নিয়ে মুন্নাফ ওই জায়গায় ঘর তুলতে গেলে গোপালপুর গ্রামের গোলাম আজম বাচ্চু গংরা শনিবার সকালে হামলা করলে ২ জন নিহত হয় ও ৩ জন আহত।
আহতদের রাজশাহী ও পাবনা মেডিক্যালে স্থানান্তর করা হয়েছে।
সাঁথিয়া থানার ওসি আসাদুজ্জামান জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বাচ্চু ও মোন্নাত গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।
এ নিয়ে শনিবার সকাল ১০টার দিকে উপজেলার ধোপাদহ ইউনিয়নের নাড়িয়াগদাই গ্রামে দুই গ্রুপের সংঘর্ষ বাধে। এতে ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে মোন্নাতের মৃত্যু হয়।
এসময় গুরুতর আহত হন নাসির। তাকে উদ্ধার করে সাঁথিয়া সদর হাসপাতালে নেয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক নাসিরকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
© All rights reserved 2021 ® newspabna.com