মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১, ০১:২৬ পূর্বাহ্ন
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি : পাবনার ফরিদপুরে ইসলামী জলসা শুনতে গিয়ে খুন হয়েছে আলী হোসেন (১০) নামের এক শিশু।
পাবনার ফরিদপুর উপজেলার বড়াল নদী থেকে শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে পুলিশ আলী হোসেনের বস্তাবন্দি লাশ উদ্ধার করে।
আলী হোসেন ফরিদপুর উপজেলার পুঙ্গলী ইউনিয়নের দিঘুলিয়া দাবাড়িয়া গ্রামের আতাউর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাতে বাড়ির পাশে ইসলামী জলসা শুনতে যায় আলী হোসেন।
জলসা শেষ হলেও বাড়ি না ফিরলে স্বজনরা তাকে রাতভর খুঁজতে থাকেন। কিন্তু কোথাও খুঁজে পাননি।
শুক্রবার সকালে স্থানীয়রা বাড়ির পাশে বড়াল নদীর পাশে একটি বস্তা পড়ে থাকতে দেখেন। এরপর বস্তা খুলে এক শিশুর লাশ পান তারা। খবর পেয়ে আলীর স্বজনরা গিয়ে লাশটি শনাক্ত করেন।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
শিশুটির মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে তার কানে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’
© All rights reserved 2021 ® newspabna.com