পাবনায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন
পাবনায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক রেখা রানী বালোর সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মুন্সি মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট সালমা খাতুন, সদর ইউএনও রায়হানা ইসলাম, জেলা ত্রান ও পূর্ণবাসন কর্মকর্তা মেহের নিগার, সহকারী কমিশনার উম্মে সালমা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাদিরা ইয়াসমিন জলি, ফায়ার সার্ভিস এর সহকারী পরিচালক কে এম সাইফুল ইসলাম, ব্র্যাক প্রতিনিধি আলমাছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন ও সাংবাদিক এস এম আলম প্রমুখ।
এর আগে র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।