সোমবার, ২৫ জানুয়ারী ২০২১, ০৪:১২ অপরাহ্ন
শহর প্রতিনিধি : বুধবার (০৭ জুন) পাবনা জিসিআই ইনষ্টিটিউশন হল রুমে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ পুরুষ্কার ও সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পাবনা জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে। জেলা শিক্ষা অফিসার মোঃ নাসিরুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরুষ্কার ও সনদ পত্র প্রদান করেন পাবনার জেলা প্রশাসক রোখা রানী বালো।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ুন কবির মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওহেদুজ্জামান।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে কলেজ পর্যয়ে পুরুষ্কার গ্রহন করেন সরকারি এডওয়ার্ড কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. একে, এম, শওকত আলী খান।
জাতীয় পর্যয়ে ২য় ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজের পুরুষ্কার গ্রহন করেন সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ুন কবির মজুমদার।
শ্রেষ্ঠ রোভার শিক্ষক হিসেবে পুরুষ্কার গ্রহন করেন সরকারি এডওয়ার্ড কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক বেলাল হোসেন।
বিএনসিসি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন সরকারি এডওয়ার্ড কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আনিছুর রহমান।
শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে কলেজ পর্যায়ে পুরষ্কার গ্রহন করেন সরকারি এডওয়ার্ড কলেজের ছাত্রী শেখ তোজা ফাহমিদা চাঁদনী।
শ্রেষ্ঠ রোভার হিসেবে পুরুষ্কার গ্রহন করেন সরকারি এডওয়ার্ড কলেজের ছাত্র মোঃ আল-আমিন।
শ্রেষ্ঠ রোভার গ্রুপ হিসেবে নির্বাচিত হন এডওয়ার্ড কলেজ।
লোক নৃত্য ও নৃত্য (উচ্চাঙ্গ) শ্রেষ্ঠের পুরষ্কার গ্রহন করেন সরকারি এডওয়ার্ড কলেজের ছাত্রী শাবারা সীথি।
কেরায়েত প্রতিযোগীতায় সরকারি এডওয়ার্ড কলেজের ছাত্র আইয়ুব আলী।
বাংলা রচনা প্রতিযোগিতায় বাংলায় কবিতা আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতায় একক দেশাত্ববোদক গান, রবীন্দ্র সংগীত,নজরুল সংগীত উচ্চাঙ্গ সংগীত যথাক্রমে শ্রেষ্ঠ পুরষ্কার গ্রহন করেন সরকারি এডওয়ার্ড কলেজের ছাত্র-ছাত্রী নাজমুন আরা মিম, সালেকুজ্জামান, জান্নাতুল মাওয়া, শেখ তোজা ফাহমিদা চাঁদনী, তনুশ্রী দাস, এছাড়া শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল পর্যায়ে পুরুষ্কার গ্রহন করেন ইউনুছ আলী স্কুল এন্ড কলেজের অধ্যাক্ষ নওশের আলী।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী বিদ্যালয়ের পরিদর্শক ইকবল হোসাইন।
© All rights reserved 2020 ® newspabna.com