সোমবার, ২৫ জানুয়ারী ২০২১, ০১:৪৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি : টানা দুই দিন ধরে গুঁড়িগুঁড়ি ও মুষলধারে বৃষ্টি অব্যাহত আছে পাবনাতে। এতে করে জেলা সদর, সুজানগর, ঈশ্বরদী, চাটমোহর ও ভাঙ্গুড়া উপজেলায় আলু, ফুলকপি, বাঁধাকপি ও মূলাসহ উঠতি ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
মুষলধারে ও থেমে থেমে বৃষ্টি হওয়ায় মানুষের স্বাভাবিক জীবনযাপনেও বাধা সৃষ্টি হচ্ছে।
পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের শ্রীকৃষ্টপুর গ্রামের কৃষক আবুল কালাম আজাদ বলেন, ‘টানা বৃষ্টিতে আমার সবজি ক্ষেতের আলু, ফুলকপি ও বাঁধাকপি ক্ষতির মুখে পড়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে ক্ষেতে আরও পানি জমে যাবে। এতে সবজি গাছ পাঁচে নষ্ট হয়ে যেতে পারে।’
একই কথা বললেন আটঘরিয়া এলাকার কৃষক রওশন। তিনি বলেন, ‘আমার আলু ক্ষেতে পানি জমে যাচ্ছে। এভাবে বৃষ্টি চলতে থাকলে ক্ষেত নষ্ট হয়ে যাবে।’
এই বৃষ্টিতে আমন ধানের উপকার হলেও আগাম আবাদ আলু, ফুলকপি, বাঁধাকপি ও মূলার ক্ষতি হতে পারে বলে আশাঙ্কা করছেন কৃষি সংশ্লিষ্টরা।
এদিকে, এই বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন জেলার শ্রমজীবী মানুষ। ঘর থেকে বের হতে পারছেন না তারা। বৃষ্টির কারণে আগেই ঠাণ্ডা পড়ায় গবাদী পশু নিয়েও বিপাকে রয়েছেন অনেকেই।
জেলা শহরের ভ্যানচালক বাবলু মিয়া (৪৫) বলেন, ‘আট সদস্যের সংসার চালাই, গত দু’দিনের বৃষ্টি আর ঠণ্ডার জন্য ভাড়ায় যাইনি। এ রকম চলতে থাকলে ছেলেমেয়ে নিয়ে উপোস থাকতে হবে।’
শুক্রবার (২৫ অক্টোবর) সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, পাবনাসহ উত্তরাঞ্চলের অনেক জায়গায় আগামী ২৪ ঘণ্টা গুঁড়িগুঁড়ি ও ভারী বৃষ্টি এবং দমকা বাতাস বয়ে যেতে পারে।
জেলায় শুক্রবার সকাল থেকে ও গত ২৪ ঘণ্টায় ২০ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে।
© All rights reserved 2020 ® newspabna.com