রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ০১:৩৯ পূর্বাহ্ন
পাবনা জেলা প্রতিনিধি: সুজানগর উপজেলায় ট্রাকের ধাক্কায় একটি অটোরিকশার চালকসহ ছয়জন নিহত হয়েছেন।
কাশিনাথপুরে বাজার এলাকায় সোমবার সকালে এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিন জন নারী ও তিন জন পুরুষ রয়েছেন।
নিহতদের চার জন হলেন- পাবনার সাঁথিয়া উপজেলার দুলাই কৃষ্ণপুর গ্রামের তুষ্টু দাসের ছেলে সাধন দাস, সুজানগরের কাদোয়া গ্রামের আদম আলীর ছেলে আবুল কালাম, মানিকহাট গ্রামের ইয়াদ আলীর ছেলে আব্দুল মালেক ও তার স্ত্রী হাসনা বেগম পান্না।
পাবনার সুজানুগর উপজেলায় ট্রাকের ধাক্কায় একটি অটোরিকশার চালকসহ ছয় জন নিহত হয়েছেন।
নিহত বাকি দুই জনের নাম পরিচয় জানা যায়নি।
সুজানগরের আমিনপুর থানার ওসি তাজুল হুদা বলেন, পাবনা-ঢাকা মহাসড়কে কাশিনাথপুর বাজার এলাকায় পাবনা থেকে নগরবাড়ীগামী সিএনজি চালিত অটোরিকশাটির সঙ্গে একটি বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
“এ সময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চার জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান অপর দুজন।”
পুলিশ ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।
দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালো। তিনি নিহতদের প্রত্যেক পরিবারকে দাফনের জন্যে তাৎক্ষণিক ১০ হাজার টাকা দিয়েছেন বলেও জানান ওসি তাজুল।
পাবনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক সাইফুল ইসলাম বলেন, ঘটনার পরপরই চারজনের মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পথে দুইজন মারা যান।
মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুলতান আহমেদ বলেন, ঘটনার পরপরই স্থানীয় লোকজন রাস্তা অবরোধের চেষ্টা করলে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়।
© All rights reserved 2020 ® newspabna.com