মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০৮:৩৩ পূর্বাহ্ন
পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় অমিত (১৪) নামে এক মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে।
শুক্রবার (০৫ জুন) দুপুরে আতাইকুলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। সে পাবনা সদর উপজেলার দোগাছি গ্রামের রুস্তম আলীর ছেলে।
মাধপুর পুলিশ ফাঁড়ির ওসি সত্যতা নিশ্চিত করে বলেন, তিন বন্ধু মোটরসাইকেলে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়।
এতে তিন জনই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা হাসপাতালে নেওয়ার পথে চালক অমিত মারা যায়।
© All rights reserved 2020 ® newspabna.com