মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১, ০১:১০ পূর্বাহ্ন
বার্তাকক্ষ : পাবনায় ২৮ কেজি গাঁজা ও ১ টি ট্রাকসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা।
বুধবার (২০ জানুয়ারি) ভোর রাতে পাবনা র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে জেলা সদরের গাছপাড়া বাইপাস মোড়ে চেকপোস্ট স্থাপন করে মাদক ব্যবসায়ী ট্রাকচালক মোঃ মোস্তাফিজুর রহমান (২৯) ও মোঃ আবু হানিফ (১৮) নামে চালকের সহকারীকে গ্রেফতার করে।
গ্রেফতার মোস্তাফিজ নাটোর জেলার সিংড়া থানার বন্দর আমতলা গ্রামের মোঃ খালেকের ছেলে ও আবু হানিফ সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার জামুতিয়া গ্রামের নবাব আলী মেল্লার ছেলে।
গ্রেফতারের সশয় তাদের নিকট থেকে ২৮ কেজি গাঁজা ও ১ টি ট্রাক উদ্ধার করা হয়।
র্যাবের দাবি, আসামীরা দেশের চিহিৃত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন গাঁজা নিজেদের হেফাজতে রেখে পরিবহনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল।
এ বিষয়ে আসামীদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
© All rights reserved 2021 ® newspabna.com