শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০৯:০২ অপরাহ্ন
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি : পাবনার ফরিদপুরে ট্রাক্টর চাপায় রাজু (১৭) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন।
উপজেলার টিয়ারপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজু ডেমরা ইউনিয়নের মাজাট গ্রামের টিপু সুলতানের ছেলে । সে ডেমরা আলহাজ্ব শামসুল হক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলো।
প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজছাত্র রাজু ও তার বন্ধু অনিক দুজনে কোচিং শেষে বাইসাইকেল যোগে বাসায় ফিরছিলো।
পথিমধ্যে একটি ট্রাক্টর সাইকেলটিকে ধাক্কা দিলে রাজু ও তার বন্ধু অনিক মাটিতে লটে পড়ে।
এসময় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে রাজু গুরুতর আহত হয়।
স্থানীয়রা দুজনকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
রাজুর অবস্থার অবনতি হলে দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রাজশাহীতে নেওয়ার পথেই রাজুর মৃত্যু হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজুর লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে ।
ট্রাক্টর এর ড্রাইভার নুরুল ইসলামকে আটক করে থানা হেফাজতে রেখেছে পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে ফুরদপুর থানার এস আই রফিকুল ইসলাম জানান, ট্রাক্টরের মালিকের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায়।
© All rights reserved 2021 ® newspabna.com