বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ০২:৪২ পূর্বাহ্ন
স্থানীয় প্রতিনিধি : পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর-কুশাখালীর আঞ্চলিক সড়কে বালু বোঝাই ট্রাক-অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার (০৭ নভেম্বর) দুপুরে খোদেজা-হারুন বালিকা উচ্চ বিদ্যালয়রে সামনে এ ঘটনা ঘটে। আহতরা সবাই কোমরপুর হাফিজিয়া মাদ্রাসার ছাত্র বলে জানা গেছে। এতে অটোচালকও মারাত্মক আহত হয়েছে।
এলাকাবাসী আহতদের দ্রুত উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
আহতরা হলেন- সদর উপজেলার দোগাছি ইউনিয়নের কোমরপুর গ্রামের মোঃ আব্দুল আশরাফ’র ছেলে ইমন (১২), একই গ্রামের মোঃ নুর ইসলামের ছেলে আবু হুরাইরা (১১), রানা (৮), আব্দুল্লাহ (১৬) ও অটো চালক।
কোমরপুর হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ জানান, উন্নয়নমূলক কাজের জন্য ছাত্ররা বিভিন্ন এলাকায় অনুদান সংগ্রহ করে অটোবাইক যোগে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে।
পাবনা সদর থানার ওসি মোঃ নাছিম আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বৃহস্পতিবার দুপুরে একটি বালু বোঝাই ট্রাকের সাথে অটো-বাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে, এতে ৫ জন আহত হয়।
ট্রাকটিকে থানা হেফাজতে রাখা হয়েছে। কোন মামলা হয়নি, ঘটনার পর ট্রাকচালক পলাতক রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
© All rights reserved 2020 ® newspabna.com