পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় ট্রাকের ধাক্কায় সাগর হোসেন (২০) নামে এক যুবক নিহত ও চারজন আহত হয়েছেন।
শুক্রবার (২২ এপ্রিল) সকাল ৬টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কে উপজেলার নন্দনপুর ইউনিয়নের গাঙ্গয়াহাটির মানিকতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হতাহতদের সবার বাড়ি উপজেলার নন্দনপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামে। এরা সবাই টিউবওয়েল শ্রমিক। কাজের উদ্দেশ্যে শুক্রবার ভোরে নিজগ্রাম মাহমুদপুর থেকে মহাসড়ক দিয়ে হেঁটে বনগ্রাম বাজারে যাচ্ছিল।
পথে মাটি বহনকারী একটি ট্রাক তাদের পেছন দিক থেকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সাগর মারা যান। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাঁথিয়ার মাধপুরে অবস্থিত হাইওয়ে থানার এসআই মো. ইসহাক জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।