শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১, ০৪:৪৭ পূর্বাহ্ন
ফয়সাল মাহমুদ পল্লব : মশার যন্ত্রনা থেকে বাঁচতে স্প্রে কিংবা কয়েল জ্বালিয়েও হচ্ছে না কাজ। পাবনায় বেড়েই চলেছে মশার উৎপাত। চিকিৎসকেরা বলছেন, অল্পতে বিস্তার রোধ না হলে ছড়াবে উদ্বেগ-উৎকণ্ঠা।
পাবনায় মশার যন্ত্রণা নতুন কিছু নয়। তবে মশার এমন আগ্রাসন আগে দেখেননি পাবনাবাসী। বাসাবাড়ি, অফিস, রেস্টুরেন্ট কিংবা যেকোনো আড্ডাস্থলে দাপট বেড়েছে মশার।
পাবনার অভ্যন্তরে ইছামতি নদী ও আশেপাশের খালের পানিতে ভাসছে মশার লার্ভা।
বিশেষজ্ঞরা বলছেন, বংশবিস্তার রোধ করতে না পারলে পরিস্থিতি ভয়ঙ্কর হবে।
এ অবস্থায় করোনার চেয়েও ডেঙ্গু আতঙ্কে দিনরাত কাটাচ্ছেন পাবনার মানুষ।
© All rights reserved 2021 ® newspabna.com