বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০১:৩৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি : পাবনার টেবুনিয়ায় দিন-দুপুরে বাড়ির সামনে থেকে শফিকুল ইসলাম খোকন নামে এক ব্যবসায়ীর প্লাটিনা মোটরসাইকেল চুরি হয়েছে।
রোববার (০৭ ফেব্রুয়ারি) বেলা ৩:৪০ মিনিটের দিকে সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের রানীগ্রাম খোকনের বাড়ির সামনে মোটরসাইকেল চুরির এ ঘটনা ঘটে।
ব্যবসায়ী খোকন জানান, বাড়ির গেটে চাবিসহ মোটরসাইকেলটি রেখে তিনি ভেতরে যান। কিছুক্ষন পর ফিরে দেখেন মোটরসাইকেলটি নেই।
পাশের বাড়ির একটি সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি ধরা পড়েছে বলেও জানান তিনি।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মোটরসাইকেল চুরির সিসিটিভি ফুটেজ দেখতে এখানে ক্লিক করুন
© All rights reserved 2021 ® newspabna.com