মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১, ১২:৩৮ অপরাহ্ন
মোঃ নূরুল ইসলাম, চাটমোহর, পাবনা : পাবনার চাটমোহরে দুই সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে আনোয়ার হোসেন ফেলা (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
আহত হয়েছেন সিএনজির আরো ৩ জন যাত্রী।
১৬ জানুয়ারি শনিবার রাত ৮টার দিকে উপজেলার চাটমোহর-টেবুনিয়া মহাসড়কের রেলবাজার মোহাম্মদপুর কওমি মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধ আনোয়ার হোসেন ফেলা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চকউথুলী গ্রামের মৃত ওয়াজ সরকারে ছেলে।
এলাকাবাসী জানায়, শনিবার রাতে রেলবাজার থেকে পায়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন বৃদ্ধ আনোয়ার হোসেন ফেলা।
পথিমধ্যে মোহাম্মদপুর মাদ্রাসা সংলগ্ন এলাকায় পৌছানোর পরে মহাসড়কের উপর দুই সিএনজি’র মুখোমুখি সংঘর্ষ ঘটে।
সংঘর্ষের সময় পথচারী আনোয়ার হোসেন ফেলাকে সিএনজি সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আঘাতপ্রাপ্ত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন, মূলগ্রাম ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আরজান আলি।
© All rights reserved 2021 ® newspabna.com