সোমবার, ১৮ জানুয়ারী ২০২১, ১১:১২ অপরাহ্ন
“দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন” এই প্রতিপাদ্য নিয়ে পাবনায় বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ। এ উপলক্ষে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মঙ্গলবার সকাল ১০ টায় শহীদ আহমদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিতর্কের বিষয় ছিলো ‘দুর্নীতিই উন্নয়নের অন্তরায়’। এই বিষয়ের পক্ষে যুক্তি উপস্থাপন করে বক্তব্য রাখে ইমাম গাযযালী স্কুল এন্ড কলেজের ছাত্রীরা এবং বিপক্ষে যুক্তি উপস্থাপন করে বক্তব্য রাখে শহীদ আহমদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীরা। বিজয়ী হয় ইমাম গাযযালী স্কুল এন্ড কলেজের ছাত্রীরা।
সহযোগিতায় ছিলেন পাঠশালা ও পাবনা ডিবেট সোসাইটির সদস্যবৃন্দ। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও পাবনা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ এই প্রতিযোগিতা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। বিতর্ক প্রতিযোগিতা শেষে ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: ফজলুল হক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি প্রফেসর শাহ নেওয়াজ সালাম, শহীদ আহমদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনা খানমসহ বিচারকবৃন্দ, পাঠশালা ও ডিবেট সোসাইটির কর্মকর্তাবৃন্দ।
সন্ধ্যা ৭ টায় পাবনা চেম্বার অব কমার্স মিলনায়তনে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর শিবজিত নাগ। মতবিনিময় সভায় চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি মাহবুব উল আলম মুকুল, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: ফজলুল হক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি প্রফেসর শাহ নেওয়াজ সালাম, প্রফেসর দাইয়েন উদ্দিন খানসহ পাবনার বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ দুর্নীতি প্রতিরোধ বিষয়ে তাদের গুরুত্বপুর্ন মতামত তুলে ধরেন।
© All rights reserved 2020 ® newspabna.com