মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ০৩:৪৯ পূর্বাহ্ন
পাবনা প্রতিনিধি : পাবনা শহরের গোবিন্দা মহল্লায় ইটের দেয়াল চাপা পড়ে রাহেনুল ইসলাম নামক আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (০৬ মার্চ) দুপুরে এই ঘটনা ঘটে।
নিহত রাহেনুল নীলফামারি জেলার ইনতাজ উদ্দিনের ছেলে। ইনতাজ উদ্দিন পাবনায় স্কয়ার কোম্পানীতে চাকরির সুবাদে গোবিন্দা এলাকার আবুল হোসেন বাড়ীতে ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল হোসেনের বাড়ীর পাশে বিপ্লব হোসেনের বাড়ির নির্মাণকাজ চলছে। ঐ বাড়ীর নির্মাণ কজের জন্য ইট ভেঙ্গে প্রাচীর ঘেঁষে রাখা হচ্ছিল।
সকালে শিশু রাহেনুল ঐ প্রাচীরের পাশে খেলা করছিল। এসময় হঠাৎ প্রাচীর ভেঙ্গে পড়লে রাহেনুল তার নিচে চাপা পড়ে।
পরে তাকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শুক্রবার (০৫ মার্চ) নীলফামারী থেকে রাত সাড়ে ১০টার দিকে ইনতাজ উদ্দিন পরিবারসহ ভাড়াবাড়িতে এসেছিলেন।
পাবনা সদর থানার ওসি নাছিম আহম্মেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেল পাঁচটা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি।
© All rights reserved 2021 ® newspabna.com