রবিবার, ০৭ মার্চ ২০২১, ০৮:৪৮ পূর্বাহ্ন
চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে ভ্ক্তুভোগী কলেজছাত্রীর বাবার করা ধর্ষণ মামলায় হাসেম আলী নামের এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
অভিযুক্ত হাশেম আলী উপজেলার ধানকুনিয়া গ্রামের হালিম আলীর ছেলে ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী।
শুক্রবার রাতে চাটমোহর থানায় মামলাটি হওয়ার পরে শনিবার তাকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়।
এজাহার সুত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে ভুক্তভোগী মেয়েটিকে প্রাইভেট পড়াতেন হাশেম আলী। প্রাইভেট পড়াতে গিয়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
গত ২ ফেব্রুয়ারি বিয়ের প্রতিশ্রুতিতে ছেলেটি মেয়েটির সাথে শারিরীক সম্পর্ক করে। পরবর্তীতে মেয়েটি বিয়ের জন্য তাকে চাপ দিলে সে বিয়ে করতে টালবাহানা শুরু করে। শেষ পর্যন্ত ঘটনাটি থানা পুলিশ পর্যন্ত গড়ায়।
চাটমোহর থানার ওসি আমিনুল ইসলাম জানান, ভুক্তভোগীর ডাক্তারী পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। ছেলেটিকে আটকের পর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
© All rights reserved 2021 ® newspabna.com