মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১, ০২:৩৪ পূর্বাহ্ন
পাবনা প্রতিনিধি : প্রতিপক্ষের অস্ত্রাঘাতে পাবনার চাটমোহরে হাবিবুর রহমান হাবিব (২২) নামে এক সাবেক ছাত্রলীগ নেতা খুন হয়েছেন।
রোববার (১৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হান্ডিয়ালে এ ঘটনা ঘটে। নিহত হাবিব উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের নিকিড়িপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন জানান, ‘ধারাল অস্ত্রাঘাতে হাবিব নামের একজন মারা গেছে। আগে থেকেই এলাকার আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ছিল।
রোববার বিকেলে ক্রিকেট খেলা নিয়ে কথা কাটাকাটির জেরে হাবিবকে অস্ত্রাঘাত করা হয় বলে জানা গেছে।’
নিহত হাবিব হান্ডিয়াল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও চাটমোহর সরকারি কলেজর বিএ প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
© All rights reserved 2020 ® newspabna.com