বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ১০:০৫ পূর্বাহ্ন
পাবনা প্রতিনিধি : পাবনায় গত ২৪ ঘণ্টায় সরকারি শহীদ বুলবুল কলেজের অবসরপ্রাপ্ত হিসাব রক্ষক আবুল হাশেমসহ (৬২) করোনায় ৩ জন মারা গেছেন।
এছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে ১২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন এই সনাক্ত রিপোর্ট ৮/১০ দিন আগের পাঠানো নমুনার রিপোর্ট বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।
রোববার মারা গেছেন পাবনার পৌর সদরে অবস্থিত শহীদ সরকারি বুলবুল কলেজের অবসরপ্রাপ্ত হিসাব রক্ষক আবুল হাশেম (৬২)। তিনি গত ২ দিন আগে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন।
মৃত অপর দুজন হলেন জেলা সদরের শালগাড়িয়া মহল্লার আইয়ুব আলী (৫৫) ও শিবরামপুর মহল্লার মো. সালাউদ্দিন (৫৬)। তারা দুজন ব্যবসায়ী ও ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।
পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল বলেন, পাবনায় পুলিশ, চিকিৎসক, ব্যাংকার, সাংবাদিক ও স্বাস্থ্য কর্মীসহ মোট ৫৯৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
এ পর্যন্ত করোনায় ১১ জন এবং করোনা উপসর্গে ১২ জনসহ জেলায় ২৩ জন মারা গেছে। সদর ও সুজানগর উপজেলাকে রেড জোন ঘোষণা করা হয়।
© All rights reserved 2020 ® newspabna.com