বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ০২:৩১ পূর্বাহ্ন
ফাইল ফটো
শহর প্রতিনিধি: বেড়া উপজেলার ঢালার চর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যার কোরবান আলী ও দুই মেম্বারকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
হত্যা মামলায় সোমবার (৬ জুন) দুপুরে পাবনার আমলি আদালত-৩ এ হাজির হয়ে জামিন প্রার্থণা করলে আদালতের বিচারক রাশেদ হাসান তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জানা যায়, গত ২২ মার্চ অনুষ্ঠিত বেড়া উপজেলার ঢালার চর ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে ১৯ মার্চ রাতে নবনির্বাচিত চেয়ারম্যান কোরবান আলী ও নাছির ব্যাপারীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নাছির ব্যাপারীর সমর্থক গহের মন্ডল (৩০) নামের এক ব্যাক্তি নিহত হয়।
ওই হত্যা মামলায় নবনির্বাচিত চেয়ারম্যান কোরবান আলীসহ দুই মেম্বার উচ্চ আদালত থেকে জামিনে ছিল।
মঙ্গলবার তাদের নিম্ন আদালতে হাজির হয়ে জামিন নেওয়ার কথা ছিল। সে মোতাবেক একদিন আগেই সোমবার দুপুরে তারা পাবনার আমলি আদালত-৩ এ হাজির হয়ে জামিন প্রার্থণা করলে আদালতের বিচারক রাশেদ হাসান তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
© All rights reserved 2020 ® newspabna.com