রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ০৭:৫০ পূর্বাহ্ন
মোঃ নূরুল ইসলাম, চাটমোহর, পাবনা : বিয়ের মাত্র এক সপ্তাহ পর স্বামীসহ বাপের বাড়িতে বেড়াতে এসে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে এক নববধূ।
নিহত নববধূ হলো পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল সরকারপাড়া গ্রামের মঙ্গলা বাদ্যকরের মেয়ে পপি রানী বাদ্যকর (১৮)।
ঘটনাটি ঘটেছে ২১ ডিসেম্বর সোমবার ভোর ৫টার দিকে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠিয়েছে।
পপির পিতা মঙ্গলা বাদ্যকার জানান, এক সপ্তাহ আগে তার মেয়ের বিয়ে হয় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বেতকান্দি গ্রামের জনৈক রিপনের সাথে।
রবিবার জামাইসহ পপি বাপের বাড়িতে বেড়াতে আসে। সোমবার ভোরে পপি তার স্বামী রিপনকে বাজার থেকে ভাপা পিঠা কিনে আনতে পাঠায়। রিপন পিঠা কিনে এনে দেখেন ঘরের দরজা বন্ধ।
ডাকাডাকি ও দরজা ধাক্কা-ধাক্কি করে কোন সাড়া না পেয়ে ঘরের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে দেখা যায় পপি তার পড়নের শাড়ি গলায় জড়িয়ে ঘরের ডাবের সাথে ফাঁস নিয়েছে।
বাড়ির লোকজন পপিকে ঝুলন্ত অবস্থা থেকে নামায়। নামানোর আগেই নববধু পপির মৃত্যু হয়। খবর পেয়ে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ লাশ উদ্ধার করে।
চাটমোহর থানার ওসি আমিনুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। থানায় ইউডি মামলা হয়েছে।
© All rights reserved 2020 ® newspabna.com