শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০৫:৪০ পূর্বাহ্ন
পাবনায় নিত্যরঞ্জন হত্যা, ঐক্য ন্যাপ নেতৃবৃন্দ
শহর প্রতিনিধি : পাবনায় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবক নিত্যরঞ্জন পান্ডে হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার এবং শাস্তির দাবি জানিয়েছেন ঐক্য ন্যাপ এবং সম্মিলিত সামাজিক আন্দোলন নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৪ জুন) সকালে ঐক্য ন্যাপের সভাপতি পংকজ ভট্টাচার্য এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল হেমায়েতপুরে নিত্য রঞ্জন হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরে নেতৃবৃন্দ অনুকুল আশ্রম কর্তৃপক্ষের সাথেও এক মতবিনিময় সভায় যোগ দেন। সভায় বক্তব্য দেন পংকজ ভট্টাচার্য, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সম্মিলিত সামাজিক আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউদ্দিন তারেক আলী, ঐক্য ন্যাপের পাবনার ভাপরপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শামসুন্নাহার বর্না, অনুকুল আশ্রমের সাধারন সম্পাদক যুগল কিশোর ঘোষ প্রমুখ।
গত শুক্রবার ভোর সোয়া পাঁচ থেকে সাড়ে ৫টার দিকে অজ্ঞাতনামা দৃর্বৃত্তরা পাবনার হেমায়েতপুরের শ্রী শ্রী ঠাকুর অনুকুল আশ্রমের সেবক নিত্য রঞ্জনকে পাবনা মানসিক হাসপাতালের প্রধান ফটকে কুপিয়ে হত্যা করে।
এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ আরিফুল ইসলাম(২৩) নামক এক শিবির নেতা এবং আবুল হাশেম ওরফে গালকাটা হাশেম(৪৩) নামক এক সন্ত্রাসীকে গ্রেফতার করে উভয়কেই ৫দিন করে রিমান্ডে নিয়েছে।
© All rights reserved 2020 ® newspabna.com