শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ১০:৫৩ পূর্বাহ্ন
বার্তা সংস্থা পিপ, পাবনা : পাবনার চাটমোহরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং এবং জনপ্রতিনিধি ও চাকুরেদের সঙ্গে সেমিনার করেছে পাবনা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস।
নিরাপদ, নিয়মিত ও মানসম্পন্ন অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে ব্যাপক জনসচেতনতা সৃজন করার জন্য এ ব্রিফিং ও সেমিনারের আয়োজন করা হয়।
চাটমোহর উপজেলা প্রশাসনের সহযোগিতায় রোববার (০৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ ব্রিফিং ও সেমিনার হয়।
এতে সভাপতি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান।
প্রেস ব্রিফিং ও সেমিনারে প্রজেক্টরের মাধ্যমে মূল বিষয়বস্তু উপস্থাপন করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোঃ আখলাক-উজ-জামান।বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইছাহক আলী মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষিকা ফিরোজা পারভীন, জেলা পরিষদ সদস্য মোঃ হেলাল উদ্দিন, থানার পরিদর্শক (তদন্ত) হান্নান মাহমুদ প্রমূখ।
উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে উপজেলায় অভিবাসন সংক্রান্ত নানা সঙ্কটের বিষয়টি জোরালোভাবে তুলে ধরা হয়।
প্রতারণা এড়াতে তাগিদ দেওয়া হয় রিক্রুটিং এজেন্সির দালালদের পরিচয়পত্র প্রদানের।
প্রশ্নোত্তর পর্বে অংশ নেন ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল, দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন স্বপন, সাংবাদিক এম এ জিন্নাহ, বকুল রহমান প্রমূখ।
সেমিনারে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বেসরকারি কলেজের অধ্যক্ষরা ও সাংবাদিক অংশগ্রহণ করেন।
© All rights reserved 2020 ® newspabna.com