শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০৫:০৩ অপরাহ্ন
নিরাপদ খাদ্যে আন্দোলনের উদ্যোগে পাবনায় ইফতার
বার্তা সংস্থা পিপ (পাবনা) : নিরাপদ খাদ্য আন্দোলন পাবনা জেলা শাখার উদ্যোগে পাবনা চেম্বার অব কমার্স মিলনায়তনে মঙ্গলবার (২১ জুন) এক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতারের আগে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো: মোস্তাফিজুর রহমান।
ইফতারের আগে নিরাপদ খাদ্যে আন্দোলনের সভাপতি ও দৈনিক সিনসা সম্পাদক এএম মাহবুব আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান আলীর পরিচালনায় এক আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালো, অতিরিক্ত পুলিশ সুপার শামিমা আক্তার, পাবনা চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি মাহবুব উল আলম মুকুল, পাবনা প্রেসক্লাব সভাপতি প্রফেসর শিবজিত নাগ, পাবনা জেলা সংবাদপত্র পরিষদ সভাপতি দৈনিক জোড়বাংলা সম্পাদক আব্দুল মতীন খান, কনজুমার অ্যাসোসিয়েশান অব বাংলাদেশ (ক্যাব), পাবনা জেলা শাখার সভাপতি সাংবাদিক এবিএম ফজলুর রহমান, পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস, আঞ্জুমান মফিদুল ইাসলাম, পাবনা জেলা শাখার সভাপতি আলহাজ মোশারোফ হোসেন, মানবাধিকার উন্নয়ন কমিশন পাবনা জেলা শাখার সভাপতি আশরাফ উজ জামান মিঠু, পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আখিনুর ইসলাম রেমন, কনজুমার অ্যাসোসিয়েশান অব বাংলাদেশ (ক্যাব), পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ও পাবনা পাইওনিয়র স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ জেবুন্নেচ্ছা ববিন প্রমুখ।
বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ আফতাব হোসেন, বিশিষ্ট সমাজেসেবক আলহাজ আবুল হোসেন খান মোহন, কৃষিবিদ জাফর সাদেক, দৈনিক নতুন বিশ্ববার্তা সম্পাদক শহিদুর রহমান শহিদ, দৈনিক খবর বাংলা সম্পাদক ডা. আব্দুস সালাম, দৈনিক সিনসা নির্বার্হী সম্পাদক আলহাজ আমিনুর রহমান খান, দৈনিক ইছামিতির নির্বাহী পরিচালক মশিউর রহমান খান বিপ্লব, দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, অনলাইন পত্রিকা নতুন চোখ সম্পাদক এসএম আলম, পাবনা জেলা সমবায় ফোরেশন সভাপতি হাবিবুর রহমান হাবিব, দৈনিক সকালের খবর প্রতিনিধি আবুল কালাম আজাদ সম্পাদক, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইটসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাংবাদিক, ব্যবসায়ী এ সময় উপস্থিত ছিলেন।
© All rights reserved 2020 ® newspabna.com