শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ১১:১৩ পূর্বাহ্ন
উপজেলা করেসপন্ডেন্ট : পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের পর পর্নোগ্রাফি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অপরাধে ১২জন যুবককে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ।
আজ রোববার ( ১০ নভেম্বর) বেলা সাড়ে ৩ টায় আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। তার আগে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়ন থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঘটনার ভুক্তভোগী ওই কলেজ ছাত্রী ঈশ্বরদীর সলিমপুর ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। তার বাবা শফিকুল ইসলাম সরদার বাদী হয়ে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
তার পরিপেক্ষিতে আজ রোববার (১০নভেম্বর) সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত আসামীরা হলেন -ঈশ্বরদী সাহাপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের মানজুর রহমান এর ছেলে মেহেদী হাসান (২২) রেজাউল মন্ডল এর ছেলে রাজিব মন্ডল, আজিজুল ফকীর এর ছেলে রাসেল (২০) দিয়াড় সাহাপুর গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে রাব্বি হোসেন (২০) তরিকুল ইসলাম এর ছেলে শিহাব হোসেন (১৯) কেদু সাহ এর ছেলে শামিম হোসেন (২২) সোলাইমান হোসেন এর ছেলে সৈকত হোসেন (২২) রাজ্জাক আহমেদ এর ছেলে রাজু আহমেদ (২০) সিদ্দিকুর রহমান এর ছেলে শফিউল ইসলাম সালমান (২১) সাহাপুর এর দেবেন মহলদার এর ছেলে ইমন আলী (২১) আশরাফুল ইসলাম এর ছেলে আশিক (২১) ঈশ্বরদী পৌর এলাকার সাঁড়া গোপালপুর এর মাহাবুব আহমেদ এর ছেলে মাহফুজ আহমেদ (২০)।
পাবনার ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বাহাউদ্দীন ফারুকী নিউজ পাবনাকে জানান, অস্ত্রের মুখে জিম্মি করে সদ্য বিবাহিত এক গৃহবধুকে ধর্ষণ করে কৌশলে মোবাইলে ধারণ করে।
অত:পর ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার কারণে ওই গৃহবধূর সংসার ভেঙ্গে গেছে। তার স্বামী তাকে ডিভোর্স করেছে। এই অপরাধ একটি সামাজিক অপরাধ।
তাই অভিযোগ পেয়েই পুলিশ ১২ জন কিশোরকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে ৩ টি আইনের ধারা সংযোজন করে নারী ও শিশু নির্যাতন দমন আইন,পর্নোগ্রাফি ও ডিজিটাল আইনে মামলা নথিভুক্ত করে তাদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
© All rights reserved 2020 ® newspabna.com