শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০৮:৩৩ অপরাহ্ন
পাবনায় পিপীলিকার বিশ্ব পরিবেশ দিবস পালন
শহর প্রতিনিধিঃ শিশু কিশোরদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন পিপীলিকা। বিশ্ব পরিবেশ দিবস উযাপন উপলক্ষে শহরে পিপীলিকা এক বর্ণাঢ্য র্যালী বের করে। র্যালীটি বাংলাদেশ ঈদগাহ মাঠ থেকে বের হয়ে পাবনা টাউন হল মাঠে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সম্মিলিত র্যালীতে সমবেত হয়।
পরে অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে অন্যান্য সংগঠনের সাথে র্যালী করে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হলে সম্মানিত জেলা প্রশাসক রেখা রানী বালো পিপীলিকার ব্যানারে এসে শিশু-কিশোরদের সঙ্গে ছবি তুলে পিপীলিকার সদস্যদের উৎসাহিত করেন ও পিপীলিকার পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক মুন্সি মোঃ মনিরুজ্জামানকে পেয়ারা গাছের চারা প্রদান করেন।
পরে র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাংলাদেশ ঈদগাহ মাঠে এসে শেষ হয়। র্যালী শেষে পিপীলিকার প্রধান উপদেষ্টা পিপীলিকার সদস্যদের মাঝে পেয়ারা গাছের চারা বিতরণ করেন ও ফুলের শহর পাবনা কর্মসূচী ঘোষণা করেন। এ সময় পিপীলিকার দলনেতা আকাশ ইসলামসহ পিপীলিকার শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
© All rights reserved 2020 ® newspabna.com