মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ১০:৩৩ পূর্বাহ্ন
পাবনা প্রতিনিধি : পেঁয়াজ নিয়ে গত ১৬ই নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার পর থেকেই পাবনা ও আশেপাশের হাট-বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।
গত কয়েকদিন ধরে পেঁয়াজের দাম সকাল-বিকেল বাড়তে বাড়তে ২৫০ টাকা কেজিতে উঠে।
সোমবার থেকে পাবনাতে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। বুধবার খুচরা বাজারে প্রতি কেজি ১০০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে। আর মূলকাটা পেঁয়াজ বিক্রি হয়েছে ৬০ থেকে ৭০ টাকা কেজি।
তবে মজুদদাররা তাদের মজুদ দ্রুত বিক্রির জন্য পেঁয়াজ বাজারজাত করছে বলে বাজারে দাম কমছে বলে মনে করছেন অনেকে।
© All rights reserved 2020 ® newspabna.com