বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ০৭:০৮ অপরাহ্ন
শহর প্রতিনিধি : পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ বলেছেন প্রতিবন্ধীরা সমাজে পিছিয়ে নেই। অন্য দশটা স্বাভাবিক শিশুর মত তারাও এগিয়ে যাচ্ছে। তাদের সহযোগিতা করা সবার দায়ীত্ব।
মঙ্গলবার (২৬ নভেম্বর) পাবনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে প্রতিবন্ধী শিশুদের মাঝে ক্রীড়া প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
প্রতিবন্ধী শিশুদের স্যাফল্যর জয়জয়কার পাবনায়। প্রতিবন্ধী শিশুরা অন্য দশটা শিশুর মত স্বাভাবিক না। তাদের চোখ ভাসা ভাসা তবু সেই চোখেই জয়ের স্বপ্ন।
বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক খেলায় পাবনার প্রতিবন্ধীদের রের্কড স্বর্ণজয় এই বার্তা দেয় সমাজে পিছিয়ে থাকতে চায়না তারা।
পাবনার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে পাবনার প্রতিবন্ধী স্কুলের ১৫০ জন শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে জেলা ক্রীয়া সংস্থার কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ জমিদার রহমান।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শহীদুল হক। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সহযোগীতায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
© All rights reserved 2020 ® newspabna.com