শনিবার, ০৬ মার্চ ২০২১, ০১:৪৯ অপরাহ্ন
পাবনা প্রতিনিধি : আজ রোববার (০৭ ফেব্রুয়ারি) পাবনায় কোভিড-১৯ রোগের টিকা প্রদান শুরু হয়েছে।
সকালে নিজে প্রথম টিকা নিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা সদর-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
পাবনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গনে সকাল সাড়ে ১১টায় সবার আগে টিকা নেন তিনি।
এর পর পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা প্রশাসক কবীর মাহমুদ, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এম রোস্তম আলীসহ ১০ জন টিকা নেন।
সিভিল সার্জন ডা.আব্দুল মোমেন, ডেপুটি সিভিল সার্জন আবু জাফর, জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. আইয়ুব হোসেন, মেডিসিন কনসালটেন্ট ডা. সালেহ মোহাম্মাদ আলী, পাবনা পৌরসভার নবনির্বাচিত মেয়র শরীফ উদ্দিন প্রধান, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদসহ অন্যান্য চিকিৎসক ও স্বাচিপ নেতারা উপস্থিত ছিলেন।
গত (২৯ জানুয়ারি ২০২১) ভোর ৪ টার দিকে ৮৪ হাজার ডোজ করোনার টিকা পাবনায় এসে পৌঁছে।
এক ভায়াল ১০ জনকে দেওয়া হয়। জেলা ইপিআই কেন্দ্রে করোনার ভ্যাকসিন সংরক্ষণ করা হয়েছে। অ্যাপে আবেদনের মাধ্যমে টিকা দেওয়া হবে। যাদের আগে টিকা দেওয়া হবে তাদের তালিকা প্রস্তুত সম্পন্ন করতে হবে।
সব উপজেলার জন্য ৩ টি করে বুথে, সদরে ৮ টি বুথে করোনার টিকা দেওয়া হবে।
পাবনার সিভিল সার্জন ডা.আব্দুল মোমেন জানান, করোনা মোকাবিলায় প্রথম সারির যোদ্ধা চিকিৎসক, নার্স, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যমকর্মী, মুক্তিযোদ্ধা ও বয়স্ক মানুষেরা টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
এ ছাড়াও পরবর্তী ধাপে পর্যায়ক্রমে অন্য শ্রেণি-পেশার মানুষদের টিকা দেওয়া হবে।
© All rights reserved 2021 ® newspabna.com