বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ১০:২১ পূর্বাহ্ন
পাবনা প্রতিনিধি : পাবনায় প্রথমবারের মত চালু হল সুপার সপ। আজ শনিবার (১১ জুলাই) সকালে শহরের প্রানকেন্দ্র আব্দুল হামিদ সড়কের লতিফ টাওয়ারে ‘গোল্ডেন বাস্কেট’ নামের এ সুপার শপের উদ্বোধন করেন পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি।
এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, গোল্ডেন বাস্কেট সুপার শপের সত্বাধিকারী রাশেদুল হাসান, লতিফ গ্রুপের জেনারেল ম্যানেজার অচিন্ত্য ঘোষ, পাবনা ক্যাবল ভিশনের পরিচালক শাহীন কাদির।
এ সুপার শপে ন্য্যয্য মুল্যে সব ধরনের নিত্য প্রয়োজনীয় পন্য সামগ্রী বিক্রি করা হচ্ছে। উদ্বোধনী দিনে রয়েছে বিভিন্ন পন্যের উপর মুল্য ছাড় সহ নানা অফার।
© All rights reserved 2020 ® newspabna.com