সোমবার, ২৫ জানুয়ারী ২০২১, ০৩:৩২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : পাবনার চাটমোহরে ডাক্তার ও ক্লিনিক অবহেলায় প্রসূতি মৃত্যুর অভিযোগে কথিত সার্জন, ক্লিনিক মালিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে মৃত তাছলিমা খাতুনের বাবা মজনুর রহমান মজনু বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
বুধবার (১৩ নভেম্বর) সকালে কথিত সার্জন বোনপোরা এলাকার সাদ্দাম হোসেন এবং তার সহকারী আসাদুজ্জামানকে গ্রেফতার দেখিয়ে রিমান্ড আবেদন করে তাদের আদালতে সোপর্দ করে পুলিশ।
মৃত তাছলিমা খাতুন উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথড় গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, সোমবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চাটমোহর পৌর শহরের নারিকেল পাড়া মহল্লায় ‘চাটমোহর ইসলামিক হাসপাতাল’ নামে ওই ক্লিনিকে তাছলিমা খাতুনের সিজারিয়ান অপারেশনের সময় অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়।
অবস্থা বেগতিক দেখে অপারেশন টেবিলে রোগীকে সেলাই না করে পালানোর সময় সাদ্দাম হোসেন এবং আসাদুজ্জামানকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা।
আর সবার চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে যায় ক্লিনিক মালিক আমির হোসেন বাবলু।
পরে সঙ্কটাপন্ন অবস্থায় তাছলিমা খাতুনকে রাতেই পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাটমোহর থানার ওসি সেখ নাসীর উদ্দিন জানান, তাছলিমা খাতুনের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে বুধবার অভিযুক্ত দুইজনকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডের আবেদন করে আদালতে সোপর্দ করা হয়েছে। ক্লিনিক মালিক বাবলুকে ধরতে পুলিশ তৎপর রয়েছে।
© All rights reserved 2020 ® newspabna.com