সোমবার, ২৫ জানুয়ারী ২০২১, ০৩:২৫ অপরাহ্ন
পাবনা প্রতিনিধি : পাবনা শহরের শিবরামপুর মুজাহিদ ক্লাবের পাশে গত বৃহস্পতিবার সকালে খুন হওয়া বেকারী ব্যবসায়ী ফারুক করিম হত্যার তিন নম্বর আসামি সুমন হোসেন (৩৩) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
মঙ্গলবার (০২ মে) ভোর চারটার দিকে থানা এলাকা থেকেই তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী পাবনা শহরের শালগারিয়া পুড়াতন মাসুম বাজার মহল্লার
আব্দুর রাজ্জাকের ছেলে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, গোপন সংবাদের
ভিত্তিতে থানা পুলিশ ভোর চারটার দিকে থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তিনি আরো বলেন, গ্রেফতারকৃত সুমন ফারুক হত্যার এজাহার ভুক্ত আসামী।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে পাবনার
শিবরামপুর মুজাহিদ ক্লাব এলাকায় কয়েকজন যুবক বেকারী ব্যবসায়ী ফারুককে ছুরি ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা ফারুককে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
© All rights reserved 2020 ® newspabna.com