সোমবার, ২৫ জানুয়ারী ২০২১, ০৪:২১ পূর্বাহ্ন
ফয়সাল মাহমুদ পল্লব : পাবনায় বখাটেদের উৎপাত কমাতে সান্ধ্যকালীন পুলিশী টহল জোরদার করেছে পাবনা জেলা পুলিশ।
পাবনার নব নিযুক্ত পুলিশ সুপার এর নির্দেশনায় পাবনা জেলার সকল থানায় সান্ধ্যকালীন টহল ডিউটি বৃদ্ধি করা হয়েছে।
জেলা পুলিশ সূত্র বলছে, লক্ষ্য করা যাচ্ছে যে সন্ধ্যার পর স্কুল ও কলেজ পড়ুয়া ছেলেরা দলবেধে রাস্তায় যত্রতত্র আড্ডা দিচ্ছে, মোটরসাইকেল মহড়া করে এবং অনেক ক্ষেত্রে মাদক গ্রহন ও নিজেদের মধ্যে মারামারির মত অপরাধে জড়িয়ে পরছে।
দেশের ভবিষ্যত প্রজন্মকে মাদক ও সন্ত্রাস থেকে রক্ষার লক্ষ্যে এখন থেকে জেলা পুলিশের উদ্যোগে সকল থানায় এই ধরনের কিশোর গ্যাং চক্রের বিরুদ্ধে জেলা পুলিশের নিয়মিত অভিযান চলবে।
সন্ধ্যার পর স্কুল কলেজ পড়ুয়া সন্তানদের বাহিরে অবস্থানকে নিরুৎসাহিত করতে অভিভাবকদের প্রতি পুলিশ সুপারের পক্ষ থেকে আহবানও জানানো হয়েছে।
© All rights reserved 2020 ® newspabna.com