সোমবার, ২৫ জানুয়ারী ২০২১, ১০:২১ পূর্বাহ্ন
২য় বর্ষে বাংলা ট্রিবিউন
শহর প্রতিনিধি : দেশের অন্যতম জনপ্রিয় বাংলা অনলাইন পত্রিকা বাংলা ট্রিবিউনের ২য় বর্ষ পূর্তি উৎসব পাবনায় পালিত হয়েছে। এ উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা ও কেক কাটা হয়।
বৃহস্পতিবার (১২ মে) সকাল ১১টায় ‘কম কথায় সব কথা’এই শ্লোগানকে সামনে রেখে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি শিবজিত নাগের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা ফরহাদ হোসেন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কামাল আহমেদ সিদ্দিক, সহ-সভাপতি আকতারুজ্জামান আকতার, সাধারণ সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চল ব্যুরো প্রধান উৎপল মির্জা, টেলিভিশিন সাংবাদিক সমিতির আহ্বায়ক রাজিউর রহমান রুমী, অনলাইন সাংবাদিক সমিতির সভাপতি কাজী মাহবুব মোর্শেদ বাবলা, দৈনিক সিনসার সম্পাদক এসএম মাহবুব আলম প্রমুখ।
বক্তরা বলেন মাত্র ২ বছর বয়সেই বাংলা ট্রিবিউন ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। সংবাদ পরিবেশনে পাঠকের আস্থা অর্জন করতেও সক্ষম হয়েছে।
প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক সিফাত রহমান সনমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলা ট্রিবিউনের পাবনা প্রতিনিধি ইমরোজ খোন্দকার বাপ্পি।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। এর আগে প্রেসক্লাব চত্বর থেকে বের হয়ে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
© All rights reserved 2020 ® newspabna.com