পাবনায় বাজারে অভিযান- অনিয়মে জরিমানা
নিজস্ব প্রতিনিধিঃ ৫অক্টোবর জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের (অতিঃসচিব) সার্বিক নির্দেশনা ও জেলা প্রশাসকের তত্ত্বাবধানে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর ও ময়দানদীঘি বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ৪ টি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায়
ভোক্তা-অধিকার বিরোধী অপরাধ সংঘটিত হওয়ায় প্রশাসনিক ব্যবস্থায় ১০হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়াও পেঁয়াজ ও চাউলের বাজার মনিটরিং কর হয়।
এই অভিযানে সহযোগিতা করেন ভাঙ্গুড়া থানা পুলিশের একটি টিম ও উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক।
জনস্বার্থে বাজার অভিযান অব্যাহত থাকবে।