শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০৭:১৭ অপরাহ্ন
পাবনায় বাজার তদারকি অভিযান
শহর প্রতিনিধি: জেলা প্রশাসন, পাবনা এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যৌথভাবে বুধবার (১৫ জুন) পাবনা সদর উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করেন।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ‘৪৩’ ধারায় সহকারী কমিশনার তামান্না নাসরিন উর্মি বড় বাজারের আলী আকবর স্টোর মালিককে ২ হাজার টাকা এবং সহকারী কমিশনার মোস্তফা জাবেদ কায়সার রূপকথা রোডের মক্কা খাবার হোটেল মালিককে ১০ হাজার এবং পার্শ্ববতী অপর একটি হোটেল মালিককে ১ হাজার টাকা জরিমানা করে আদায় করেন।
এছাড়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পাবনার সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান বড় বাজারের ‘আসলাম স্টোর’ কে ৩৭ ধারায় ২ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন। এসময় ব্যবসায়ীদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্বলিত লিফলেট বিতরণ করে আইনটি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়।
জেলা প্রশাসন, পাবনা’র সহায়তায় উপর্যুক্ত অভিযান পরিচালিত হয়। এতে আরো সহযোগীতা করেন ক্যাব পাবনার সাংগঠনিক সম্পাদক এসএম মাহবুব আলম। অভিযানের নিরাপত্তা বিধানে পুলিশের একটি টিম নিয়োজিত ছিল। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা।
© All rights reserved 2020 ® newspabna.com