শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ১২:২০ অপরাহ্ন
ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে বাসের চাপায় এক দিনমজুর নিহত হয়েছেন। তাঁর নাম সোলেমান হোসেন (৪৯)।
তিনি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার অর্জুনপুর গ্রামের বাসিন্দা। সোমবার (২৫ জানুয়ারি) রাতে নাটোর-পাবনা মহাসড়কের উপজেলার মুলাডুলি রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাতে সোলেমান নাটোর-পাবনা মহাসড়কের মুলাডুলি বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় পাবনাগামী মাছরাঙা পরিবহনের একটি বাস তাঁকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ঘটনার পরপরই চালক ও তাদের সহযোগীদের (হেলপার) বাসটি ফেলে পালিয়ে যান।
পরে সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে সোলেমান হোসেনের লাশ উদ্ধার করেন।
© All rights reserved 2021 ® newspabna.com