News Pabna
ঢাকামঙ্গলবার , ২৪ মে ২০২২

পাবনায় বিদ্যুৎস্পর্শে তরুণ উদ্যোক্তার মৃত্যু

News Pabna
মে ২৪, ২০২২ ১০:২৯ অপরাহ্ণ
Link Copied!

 

পাবনা প্রতিনিধি : ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে সুজানগর উপজেলা ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মো. লালন প্রামাণিকের (৩২) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে হেমরাজপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত লালন প্রামাণিক উপজেলা ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা হিসেবে কর্মরত ছিলেন এবং তিনি উপজেলার ভায়না ইউনিয়নের হেমরাজপুর গ্রামের আব্দুস সামাদ প্রামাণিকের ছেলে।

স্থানীয়রা জানান, নিজ বাড়ির উঠানে ধান মাড়াইয়ের জন্য ফ্যানের সুইচ দিতে গিয়ে লালন বিদ্যুৎস্পর্শ হন। এ সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে চিকিৎসক লালনকে মৃত বলে ঘোষণা করেন।

সুজানগর থানার ওসি আব্দুল হান্নান জানান, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। উপজেলা ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মো. লালন প্রামাণিকের মৃত্যুতে গভীর শোক এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলী।