বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ০৩:২৪ অপরাহ্ন
শহর প্রতিনিধি: বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের রাজশাহী ও রংপুর অঞ্চল ভেঙে কোম্পানিতে রূপান্তর করার প্রতিবাদে পাবনায় কর্মকর্তা-কর্মচারীরা গতকাল বুধবার (০৩ আগষ্ট) দিনব্যাপী কর্মবিরতি পালন করেন। দুপুরে তাঁরা বিক্ষোভ মিছিল করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুটি অঞ্চল কোম্পানিতে রূপান্তর প্রক্রিয়া শুরু হওয়ায় ৩১ জুলাই থেকে পাবনার বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা এ আন্দোলন শুরু করেন। গতকাল সকালে কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয়ে যান। কিন্তু কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে দুপুর ১২টার দিকে বিক্ষোভ মিছিল বের করেন।
© All rights reserved 2020 ® newspabna.com