বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ০৫:২৬ অপরাহ্ন
পাবনা প্রতিনিধি : মহাসড়কে নছিমন-করিমন চলাচল বন্ধ না হলে বৃহত্তর কর্মসূচির হুমকি দিয়েছেন পাবনার পরিবহন মালিক-শ্রমিকরা। শনিবার (২৯ এপ্রিল) পাবনায় সড়ক পরিবহন মালিক-শ্রমিকদের এক মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি দেন তারা।
মহাসড়কে নছিমন-করিমন চলাচল বন্ধ, সড়ক পরিবহন আইন-২০১৭ সংশোধন ও মহাসড়ক চার লেন করার দাবিতে শনিবার দুুপুরে নগরবাড়ী ঘাটে পাবনা জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া সার্কেল এএসপি শামসুল হক।
পাবনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল হাকিম মোল্লার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে এতে বক্তব্য দেন আমিনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএম তাজুল হুদা, মোটর মালিক গ্রুপের সভাপতি গোলাম নবী রতন, শ্রমিক নেতা শাহ আলম মুক্তি, বাস মিনিবাস মালিক সমিতির নেতা শাহ আলম মোল্লা, সিএনজি মালিক সমিতির সভাপতি শফিউল আলম দারা প্রমুখ।
বক্তারা সড়ক পরিবহন আইন-২০১৭ সংশোধনের দাবি জানান। তারা মহাসড়কে নছিমন-করিমন চলাচল বন্ধ করা ও মহাসড়ক চার লেন করারও দাবি জানান।
অন্যথায় তারা নিয়মতান্ত্রিক আন্দোলনে যাওয়ার কথা বলেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নছিমন-করিমন বন্ধ করার ব্যবস্থা নেয়ানহ অন্যান্য দাবিসমূহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দেয়া হয়।
© All rights reserved 2020 ® newspabna.com