মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০১:৪৭ পূর্বাহ্ন
পাবনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বশরীরে হাজিরা দিয়ে জামিন নিয়েছেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম।
বৃহস্পতিবার পৌনে ১২টায় মাহফুজ আনাম পাবনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজিমুদ্দৌলার আদালতে স্বশরীরে হাজির হন। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট উভয়পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে তার জামিনের আবেদন মঞ্জুর করেন। একই সাথে আগামী ১২ মে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য্য করেন।
আসামি পক্ষে অ্যাডভোকেট মলয় কুমার রায়, অ্যাডভোকেট আব্দুল হান্নান শেলীসহ অন্যান্য আইনজীবীরা মামলা পরিচালনা করেন।
মামলার বাদী আদালতে অনুপস্থিত থাকায় সময়ের আবেদন করেন তার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহ আলম ও অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু। এ সময় বিপুল সংখ্যক আইনজীবী ও পাবনা প্রেসক্লাবের বিভিন্ন কর্মকর্তাসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়ায় পাবনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রেজাউল রহিম লাল চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি পাবনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের আদালতে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে একটি মানহানির মামলা দায়ের করেন।
© All rights reserved 2020 ® newspabna.com