শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৯:২৭ অপরাহ্ন
আরিফ খান, বেড়া, পাবনাঃ পাবনার সাঁথিয়ায় মোবাইল ফোনে ডেকে নিয়ে নাজমুল (২৭) নামে এক যুবককে লোহার রড দিয়ে খুচিয়ে খুচিয়ে ও অন্ডকোশে আঘাত করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে নিহতের বন্ধু শাকিল ও তার সহযোগীদের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে সাঁথিয়া পৌরসভাধীন শশদিয়া গ্রামের কাটিয়াদহ বিলে পিয়াজের খেতে।
এ ঘটনায় পুলিশ প্রধান আসামী শাকিল (২৮) কে আটক করেছে এবং তারই স্বীকারোক্তি অনুযায়ী মঙ্গলবার (১৬ ফেব্রয়ারি) সন্ধ্যায় লাশ উদ্ধার করা হয়।
নিহত নাজমুল পৌরসভাধীন শশদিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে ও আ’লীগের গ্রাম কমিটির সাধারণ সম্পাদক ছিল।
নিহতের পারিবিারিক সূত্র জানায়, শাকিল ও নাজমুল দুজনই একে অপরের বন্ধু।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে মোবাইল ফোনে নাজমুলকে বাড়ির পাশের একজন ডেকে নেয়। এর পর নাজমুল রাত ১১টায় বাড়ি এসে ২৮ হাজার টাকা নিয়ে বের হয়ে আর ফিরে আসেনি।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, দুপুরে একজন এসে নাজমুলের নিখোঁজের খবর দেন।
তার দেয়া তথ্য অনুযায়ী পুলিশ পাঠিয়ে বিষয়টির খোজ খবর নিতে থাকেন।
এমন সময় পার্শ্ববর্তী জঙ্গলের ভিতর লুকিয়ে থাকা শাকিলকে সন্দেহ হলে তাকে আটক করা হয়।
শাকিলের দেয়া তথ্যানুযায়ী শশদিয়া গ্রামের পাশে কাটিয়াদহ বিলের মধ্যে থেকে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নাজমুলের লাশ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সাঁথিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।
© All rights reserved 2021 ® newspabna.com