বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০৫:৩৩ অপরাহ্ন
পাবনা প্রতিনিধি : পাবনা জেনারেল হাসপাতালের গেটের দক্ষিণ পাশের ময়লার স্তুপ থেকে নবজাতকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হাসপাতালের গেটের দক্ষিণ পাশের ডক্টরস ল্যাব অ্যান্ড কনসালটেশন সেন্টারের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।
পাবনা সদর থানার ওসি (তদন্ত) রওশন আলী জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রোকনুজ্জামান বলেন, ধারনা করা হচ্ছে কেউ নবজাতককে হত্যা করে ময়লার স্তুপে লাশ ফেলে পালিয়েছে।
এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
© All rights reserved 2021 ® newspabna.com