বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ০৩:৫৭ অপরাহ্ন
পাবনায় যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে দিবসের প্রথম প্রহরে রাত ১২.০১ মিনিটে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শহরের শেখ রাসেল শিশু পার্কে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভ দুর্জয় পাবনায় ফুলেল শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানমালা শুরু হয়
এরপর পুলিশ প্রশাসন, সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পাবনা প্রেসক্লাব, সরকারি অ্যাডওয়ার্ড কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ বুলবুল কলেজ, পাবনা কলেজ, পাবনা কালেক্টরেক্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট, সরকারি পলিটেনিক স্কুল অ্যান্ড কলেজ, বনমালী শিল্পকলা, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী, রোটারী ক্লাব অব রূপকথা, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি, পৌরসভা, সদর উপজেলা পরিষদ, নার্সিং ট্রেনিং ইন্সটিটিউট, জেনারেল হাসপাতাল, সিভিলসার্জন অফিস, সম্মিলিত সাংস্কৃতিক জোট, গণশিল্পী সংস্থা, পাবনা ড্রামা সার্কেলসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পার্ঘ্য অর্পণ করে।
শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। এছাড়াও কর্মসূচীর মধ্যে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃৃত্তি, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা, প্রীতি ফুটবল ম্যাচসহ আলোচনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ ছাড়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
© All rights reserved 2020 ® newspabna.com