সোমবার, ২৫ জানুয়ারী ২০২১, ১১:০৫ অপরাহ্ন
বার্তাকক্ষ : পাবনার সুজানগর উপজেলার হাটখালিতে মিন্টু হোসেন (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (০১ ডিসেম্বর) রাতে উপজেলার নুরুদ্দিনপুর ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।
নিহত মিন্টু হোসেন সুজানগর উপজেলার খলিলপুর গ্রামের মজিবর হাজামের ছেলে। তিনি হাজামের কাজ করতেন।
এ সময় মিন্টুর বন্ধু জিল্লুর রহমানকে (৩০) কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।
আহত জিল্লুর রহমান সুজানগর উপজেলার শ্যামনগর গ্রামের কোরান আলী প্রামাণিকের ছেলে। জিল্লুর পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সুজানগর থানার কামালপুর ক্যাম্পের ইনচার্জ রেজাউল করিম বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মিন্টু তার বন্ধু জিল্লুরের সঙ্গে মোটরসাইকেল নিয়ে বের হন।
রাত ৮টার দিকে হাটখালি ইউনিয়নের নুরউদ্দিনপুর ব্রিজের ওপর গল্প করছিলেন তারা। এ সময় দুর্বৃত্তরা তাদের ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।
আশপাশের লোকজন গুরুতর আহত দুজনকে উদ্ধার করেন। পরে তাদের পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মিন্টু হাজামকে মৃত ঘোষণা করেন।
সুজানগর থানা পুলিশের ওসি (তদন্ত) হাদিউল ইসলাম বলেন, ঘটনাটি কি কারণে কে বা কারা ঘটিয়েছে সে ব্যাপারে তদন্ত চলছে। তবে পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে আমাদের ধারণা।
সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
© All rights reserved 2020 ® newspabna.com