সোমবার, ১৮ জানুয়ারী ২০২১, ১০:৫০ অপরাহ্ন
পাবনা সদর উপজেলার আরিফপুর গ্রামে মিনহাজ হোসেন (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিনহাজ উপজেলার আরিফপুর গ্রামের রানু মিয়ার ছেলে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মিনহাজ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। বিকেলে বাড়ির পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
© All rights reserved 2020 ® newspabna.com