শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০৯:২৮ অপরাহ্ন
পাবনা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাজী শরীফ হোসেনের ওপর হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী সহ বিভিন্ন শ্রমিক সংগঠন।
শনিবার দুপুরে পাবনা শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোডে মানববন্ধন কর্মসূচী পালন করে পৌলানপুর এলাকাবাসী ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। মানবন্ধন চলাকালে বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবী জানায় অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পৌলানপুর এলাকায় গিয়ে শেষ হয়। উল্লেখ্য, গত ২৮ মার্চ সোমবার রাতে পৌলানপুর এলাকায় নিজ বাড়ির সামনে দূর্বত্তদের ছোড়া গুলিতে আহত হন হাজী শরীফ হোসেন।
© All rights reserved 2020 ® newspabna.com