বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ০২:৫৮ পূর্বাহ্ন
পাবনা সংবাদদাতা : যৌতুকের দাবিতে পাবনা সদর উপজেলার চরঘোষপুর গ্রামে জলি খাতুন (২০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী শিমুল।
স্থানীয়দের কাছে খবর পেয়ে সোমবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ জলির শ্বশুর বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক জানান, পাঁচ বছর আগে সদর উপজেলার চর শানিকদিয়ার গ্রামের ফজলুল হকের মেয়ে জলি ও চরঘোষপুর গ্রামের আবুল হাশেমের ছেলে শিমুলের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন জলির ওপর নির্যাতন করতেন। এরই ধারাবাহিকতায় রোববার (১৭ এপ্রিল) রাতে জলিকে পিটিয়ে হত্যা করে তার স্বামী। হত্যার পর শিমুল ও তার পরিবারের লোকজন পালিয়ে গেছে।
এসআই আরও জানান, জলির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, নিহতের বাবা ফজলুল হক বলেন, আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।
© All rights reserved 2020 ® newspabna.com